রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৪:২৫:১৫

নির্বাচনে থাকবে কি থাকবে না রাতে জানাবেন খালেদা

 নির্বাচনে থাকবে কি থাকবে না রাতে জানাবেন খালেদা

ঢাকা : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি থাকবে কি থাকবে না জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে রাতে জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

আজ রোববার সিদ্ধান্ত হতে পারে।  রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন বেগম খালেদা জিয়া।

আজ সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি ইউপি নির্বাচনে থাকবে কি না তা দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা আজ রাতে সিদ্ধান্ত নেবেন।  

রাত সাড়ে আটটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।  বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে