রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৭:৪২:৪৩

‘তনু হত্যা, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’

‘তনু হত্যা, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’

ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেফতার এবং বিচার দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল বলেন, তনুর খুনিদের চারদিনের মধ্যে গ্রেফতার করতে হবে।  এর মধ্যে কার্যকর উদ্যোগ না নেয়া হলে ৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করা হবে।

এর আগে সকালে ছাত্র ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে এ দুই ছাত্রজোট।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট পালিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার,  সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আল ইমরান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিপুল চাকমা প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজ বাসার কাছে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়।

তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার আলী একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।  এখন মামলাটির তদন্ত করছে সিআইডি।
৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে