রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৯:২৫:৪৪

‘নমিনি আর টাকা পাবে না, টাকা পাবে উত্তরাধিকারী’

‘নমিনি আর টাকা পাবে না, টাকা পাবে উত্তরাধিকারী’

ঢাকা : আগে ব্যাংক হিসাবধারী কোনো ব্যক্তির মৃত্যুর পর ব্যাংকে রক্ষিত টাকা পেত নমিনি।  উত্তরাধিকারী কোনো টাকা পেত না।  কিন্তু এখন থেকে আর সেই নিয়ম থাকছে না।  এখন টাকা পাবে না আর নমিনি।  

মৃত ব্যক্তির উত্তরাধিকারীই এখন টাকা পাবে।  নমিনির পরিবর্তে হিসাবধারীর উত্তরাধিকারী টাকা পাবে- মর্মে আজ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

৩ এপ্রিল রোববার বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এমআই ফারুকী।

মামলার বিবরণীতে দেখা যায়, ২০১৪ সালের মার্চে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর শহিদুল হক চৌধুরী তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র রাখেন।

পরে শহিদুল হক মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী পুরো টাকা একাই ভোগ করতে চাইলে মৃত শহীদুলের প্রথম পক্ষের সন্তানরা টাকা দাবি করে মামলা করেন। নিম্ন আদালত রায় দেন, নমিনি যে সেই টাকা পাবে।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে রোববার মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, উত্তরাধিকারীরা পাবেন বলেন রায় দেন হাইকোর্ট।
৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে