সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০২:০১:৩৬

‘গরু আমার কিন্তু মালিকানা অন্যের হাতে’

‘গরু আমার কিন্তু মালিকানা অন্যের হাতে’

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) একটি অংশ বিশেষ দল দ্বারা নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘গরু আমার কিন্তু মালিকানা অন্যের হাতে’ -এমন বিষয় কাজ করছে জাতীয় পার্টির কতিপয় নেতার মাঝে। তবে সেই দল বা নেতাদের নাম উল্লেখ করেননি কাদের।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে জোর যার মুল্লুক তার নীতির প্রতিফলন ঘটছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অনাস্থার চরম প্রকাশ ঘটছে। নির্বাচনে হতাহতের ঘটনা অতীতের সকল রেকর্ড অতিক্রম করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই। কারণ গণতান্ত্রিক সমাজে নির্বাচনই ক্ষমতা বদলের একমাত্র উপায়।

যে সব ইউপি নির্বাচনে বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে জি এম কাদের বলেন, এর দায় কোনোভাবেই নির্বাচন কমিশন এড়াতে পারে না।

ইউপি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি চাঙ্গা হচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টির এ নেতা বলেন, যদি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হত, তাহলে দলের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হত।

সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব রহুল আমীন হাওলাদার, সাংসদ আবু হোসেন বাবলাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে