সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৩:০৯:৪০

দুই সম্পাদকের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

দুই সম্পাদকের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং বিএফইউজের সভাপতি ও ইকোনমিক টাইমস পত্রিকার সম্পাদক শওকত মাহমুদের মুক্তির ব্যাপারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) হস্তক্ষেপ চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

সোমবার স্মারকলিপিটি প্রধান বিচারপতির দপ্তরে তার একান্ত সচিব মো. আনিসুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিদে স্বক্ষর করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসীন, সাধারণ সম্পাদক মীর আহাম্মদ মীরু।

স্মারকলিপিতে বলা হয়, উচ্চতর আদালত থেকে সব মামলায় জামিন পাওয়া সত্ত্বেও মাহমুদুর রহমান ও শওকত মাহমুদ জামিন পাচ্ছেন না। সরকার বার বার শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাদের মুক্তি আটকে দিচ্ছে।

স্মারকলিপি প্রদান করে ল রিপোর্টার্স ফোরামের মিডিয়া কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী বলেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৭২টি এবং শওকত মাহমুদের বিরুদ্ধে ২৩টি মামলা দেয়া হয়েছে। উচ্চতর আদালত সব মামলায় তাদের জামিন দিয়েছেন। কিন্তু তবুও তারা মুক্তি পাচ্ছেন না। সরকার অন্য মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাদের মুক্তি আটকে দিচ্ছে। মাহমুদুর রহমান আজ তিন বছর ধরে জেলে। তেমনি শওকত মাহমুদ গত বছরের ১৮ আগষ্ট থেকে জেলে বন্দী রয়েছেন।

তিনি বলেন, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদের শারীরিক অবস্থা শোচনীয়। তাই সরকার যাতে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাদের মুক্তি আটকে না দেয় সেজন্য আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছি।

রুহুল আমীন গাজী বলেন, আমরা আশা করি সুবিচার পেয়ে স্বনামধন্য এই দুই সাংবাদিক আমাদের মাঝে ফিরে আসবেন। স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী।
০৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে