সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৩:২৪:৫৫

বিএনপির সহযোগিতা চাইলেন গভর্নর

বিএনপির সহযোগিতা চাইলেন গভর্নর

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে লুট হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিএনপির সহযোগিতা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। সোমবার গভর্নরের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন আবদুস সালাম। এছাড়া অর্থ লোপাট তদন্তে গভর্নরকে চিঠি ও সিডি দিয়েছেন তারা।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম ও সহ-দফতর সম্পাদক জনি আহমেদ। পরে সাংবাদিকদের আবদুস সালাম বলেন, লোপাট হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে আমরা গভর্নরকে চিঠি দিয়েছি। তিনি খুশি হয়েছেন। তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন।

আবদুস সালাম বলেন, আমরা একটি গবেষণা করেছি। সে গবেষণার একটি সিডি গভর্নরকে দিয়েছি। তিনি তা পেয়ে খুশি হয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ২৯ মার্চ ২০১৬ তারিখে বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপার্সনের কার্যালয়ে জাতীয়বাদী দলের উদ্যোগে একটি বিশ্লেষণাত্মক মিডিয়া প্রেজেনটেশন অনুষ্ঠিত হয়। আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির মামলা তদন্তে এ প্রেজেনটেশনটি সহায়তা করবে।
০৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে