সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৬:৫২:২২

বিএনপির সাথেও আলোচনা হতে পারে : হাছান মাহমুদ

বিএনপির সাথেও আলোচনা হতে পারে : হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করলে তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিতে যুদ্ধাপরাধীদের দল ছাড়া যেকোনো দলের সাথে আলাপ-আলোচনায় বিশ্বাসী।  বিএনপির সাথেও আলোচনা হতে পারে।  তবে তার আগে বিএনপিকে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গ ছাড়তে হবে।

হাছান মাহমুদ বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যার জন্য, রাজনীতির নামে অতীতের সব অপকর্মের জন্য জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে।
বিএনপি নেত্রী বেগম জিয়ার আদালতে হাজিরার সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হলে সরকার কঠোরভাবে দমন করবে বলে জানান তিনি।

তিনি বলেন, তাতে আওয়ামী লীগের নেতারাও বসে থাকবে না।  আদালতে আদেশের ব্যাপারে বিক্ষোভ বা হরতাল ডাকা আদালত অবমাননা করা।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ডেকে বিএনপি আদালতকে অবমাননা করেছে।
৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে