নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিবের পদ ছাড়া দল ও সহযোগী সংগঠনের অন্যসব দায়িত্ব ছেড়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী ‘এক ব্যক্তি এক পদ’ চালু করতে দলের ঠাকুরগাঁও জেলা সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি থেকে পদত্যাগ করেন তিনি।
সম্প্রতি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পদ দুটি থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন মির্জা ফখরুল। তার দুটি চিঠির অনুলিপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে বলে দফতরের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন। দীর্ঘ ৫ বছর মহাসচিবের ‘ভারপ্রাপ্ত’ দায়িত্ব পালন করার পর গত ৩০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব করেন খালেদা জিয়া। তার সঙ্গে রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব ও মিজানুর রহমান সিনহা কোষাধ্যক্ষ পদ পান। প
রদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন মহাসচিব বলেন, ‘এক ব্যক্তি এক পদ—আমি এটা শুরু করব। আমি ইতিমধ্যে আমার জেলায় ব্যবস্থা নিয়েছি এবং কৃষক দলেও আমি ব্যবস্থা নিচ্ছি। আজকে কাজ শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’ ওই প্রতিশ্রুতি দেওয়ার চার দিনের মধ্যে তার ওই দুটি পদ ছাড়ার ঘোষণা এলো।
৫ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস