মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৯:০৩:৫৫

৮০ হাজার বাংলাদেশির স্বপ্ন ধূলিস্যাৎ, ফেরৎ পাঠাচ্ছে ২৮টি দেশ

৮০ হাজার বাংলাদেশির স্বপ্ন ধূলিস্যাৎ, ফেরৎ পাঠাচ্ছে ২৮টি দেশ

নিউজ ডেস্ক : বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি চরম দুঃসংবাদ। ৮০,০০০ বাংলাদেশিকে ফেরৎ পাঠানো ঘোষণা দিয়েছে ২৮ দেশ। অবৈধভাবে বসবাসের কারণে এসব বাংলাদেশিকে দেশে পাঠাতে সরকারের সাথে আলোচনা সেরে ফেলেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ)। এই জোটভুক্ত দেশগুলোতে আড়াই লাখ বাংলাদেশি বসবাস করেন।

সোমবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদল। ইইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফলারের নেতৃত্বে বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, 'অবৈধ' বাংলাদেশীদের ফিরিয়ে আনতে বাংলাদেশকে তাগিদ দিয়েছেন ইইউ। ভিসার মেয়াদ না থাকা, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়াসহ নানা কারণে এসব বাংলাদেশি ‌‌ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়েছেন।
 
তিনি বলেন, তারা আসলেই অবৈধ কি না এটা যাচাই করতে হবে। এরপর বাংলাদেশ এ ব্যাপারে পদক্ষেপ নেবে। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে, তারা দেবে বলে জানিয়েছে।
 
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা তাদের বলেছি, বাংলাদেশে তো ৫ লাখ রোহিঙ্গা এবং ২ লাখ পাকিস্তানি রয়েছে। এদের ফেরত পাঠানো চেষ্টা করছি, তোমরা সহযোগিতা কর।
 
মন্ত্রী বলেন, তারা বলেছে, এই প্রতিনিধি দল মিয়ানমারে যাবে, সেখানে বিষয়টি উত্থাপন করবেন।
 
ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পুলিশ পেটানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তনাধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
০৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে