মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৯:২২:০৫

ইউপি নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

ইউপি নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

নিউজ ডেস্ক : ব্যাপক জালিয়াতি ও বর্জনের মধ্যে ছয় ধাপে চলছে নবম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এর প্রথম দুই ধাপের ভোটে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পর এভাবে চলতে থাকলে বাকি ধাপগুলোর ভোট বর্জনের হুমিক দিয়েছিল বিএনপি।

দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করার পর সোমবার রাতে নিজের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল শেষ পর্যন্ত ইউপি ভোটে থাকবে।

তিনি বলেন, নির্বাচন বর্জন না করলেও ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রতিটি ধাপের পর নির্বাচন পর্যালোচনা করবে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা গণতন্ত্রের স্বার্থে এবং গণতান্ত্রিক আন্দোলনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এ নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে আমরা এখনো আছি। শেষ পর্যন্ত থাকবো। পরবর্তী ধাপগুলোর প্রতিটি পর্যালোচনা করব।’

তিনি বলেন, বিএনপি আশা করে দেশবাসী সাহসী ভূমিকা পালন করে পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
০৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে