মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১১:০৭:৪৬

হিন্দু-মুসলিমের অপূর্ব এক দৃষ্টান্ত, একই সঙ্গে পুণ্যস্নান ও ওরস

হিন্দু-মুসলিমের অপূর্ব এক দৃষ্টান্ত, একই সঙ্গে পুণ্যস্নান ও ওরস

মো. আমিনুল ইসলাম : আমরা বলি এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা শুধু কথার কথা না। এখানে সাম্প্রদায়িকতা ভুলে একসঙ্গে করতে পারি সনাতন ধর্মীয় পুজার আয়োজন আবার পির মুর্সিদের ওরস মোবারক। সেরকমই এক অন্যন্য দৃষ্টান্তের উদাহরণ হিসেবে বলা যায় সুনামগঞ্জের তাহিরপুরে শুরু হওয়া পুণ্যস্নান ও ওরসের আয়োজনে।

জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানায় বার্ষিক ওরস ও রাজারগাঁও শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম লাউড় নবগ্রাম পূণ্যতীর্থ ধামে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানযাত্রা মহোৎসব উপলক্ষে হিন্দু-মুসলমান উভয় ধর্মাবলম্বীদের মিলনমেলা রাত ১২টা থেকে শুরু হচ্ছে।

শ্রী অদ্বৈত মহাপ্রভুর আখড়াবাড়ি ও জন্মধাম সংরক্ষণ সংস্কার কমিটি সূত্র এবং পুণ্যতীর্থ স্নান ও বারুণি মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাননবন্ধু রায় জানিয়েছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ স্নানযাত্রার মুখ্য সময় এ বছর ৪ এপ্রিল সোমবার রাত ১২টা ৮ মিনিট ৫৬ সেকেন্ড থেকে শুরু হয়ে পরেরদিন মঙ্গলবার সকাল ৮টা ১৮মিনিট, ৫৪ সেকেন্ড পর্যন্ত  মধুকৃষ্ণা এয়োদশী (শতবিষানক্ষত্র) তিথিতে নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে যাদুকাটা নদীচরে বারুনি মেলা সোমবার সকাল থেকে শুরু হয়ে ৬ এপ্রিল বুধবার সন্ধ্যায় সমাপ্ত হবে।

স্থানীয় আখড়াবাড়ি উৎসব কমিটি ও ইসকন সূত্র জানিয়েছে, সপ্তাহব্যাপী উৎসব ও গঙ্গাস্নান যাত্রাকে কেন্দ্র করে উৎসব কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে পৃথকভাবে মঙ্গল আরতি, ভজন, লীলা কীর্তন, বৈদিক নাটক, গঙ্গাপুজা, দেশের বেতার, টিভি ও মঞ্চশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অপরদিকে, হযরত শাহ্ আরেফিনের (র.) আস্তানায় ওরস মোবারক সোমবার সকাল থেকে শুরু হয়েছে। এ ওরস বৃহস্পতিবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

ওরস উদযাপন কমিটির সহ-সভাপতি বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, হযরত শাহ্ আরেফীন (র.) আস্তানার খাদেম নুরুল আমিন চিশতী জানিয়েছেন, ওরস ও স্নানযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবকে ঘিরে দেশ-বিদেশের কমপক্ষে ৪ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ইতোমধ্যে দেশের সমগ্র অঞ্চল থেকে হাজার হাজার কাফেলাধারী পাগল ফকির, ভক্ত ও সাধক দর্শনার্থীদের সীমান্তবর্তী গ্রামগুলো ও আখড়াবাড়ির আশেপাশের গ্রামে আসা শুরু হয়েছে।

পাশাপাশি ওরসস্থলের আস্তানায় ইবাদতখানা, অতিথি ভবন, কাফেলাঘর, বাগানের সৌন্দর্য বৃদ্ধি, আখড়াবাড়ি ও ইসকন মন্দিরে প্রস্তুতি ও সংস্কার চলছে। ওরসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত, হালকা জিকির, মুর্শিদি, ভাণ্ডারি, পল্লিগীতি, লালনগীতি, বাউল সঙ্গীত পরিবেশিত হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঐতিহ্যবাহী স্নানযাত্রা ও ওরস উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রসাশক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন-অর রশিদ, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলসহ তাহিরপুর উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানকে উপদেষ্টা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনকে সভাপতি করে ওই কমিটি গঠন করা হয়।

মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি প্রসঙ্গে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ্ জানান, আখড়াবাড়ি, পুণ্যতীর্থ ধামে গঙ্গাস্নান, গড়কাটি ইসকন মন্দির, বারুণি মেলা ও ওরস মোবারক আস্তানায় পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর ৪টি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। ২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে মেলায় আগতদের দেহ, ব্যাগ তল্লাশিসহ ডিএসবি, সাদা পোশাকধারী পুলিশ, গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি এবং ঝুঁকিপুর্ণ সড়কগুলোতে দিবারাত্রি যাতায়াতকারীদের নিরাপত্তার স্বার্থে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি বন্ধে একাধিক পুলিশ ও বিজিবি টহল দল মোতায়েন করা হয়েছে। -বাংলামেইল
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে