মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০৪:২০:২৫

বিএনপির আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

বিএনপির আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিএনপির আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ।  নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল’ (বিএনজেপি)।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দলটি আত্মপ্রকাশ করে।

নতুন দলের চেয়ারম্যান ফয়েজ চৌধুরী বলেন, আমরা যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত বাংলাদেশ চাই।  দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক ইস্যুতে ঐক্য চাই।  হিংসা নয়, শ্রদ্ধার রাজনীতি চাই।  

তিনি বলেন, খালেদা জিয়া-তারেক রহমান আর কখনো নেতৃত্ব দিতে পারবেন না।  তারা রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছেন।  তারা জিয়ার বহুদলীয় চিন্তা-চেতনা থেকেও দূরে সরে গেছেন।  খালেদা জিয়া পরিবারতন্ত্র কায়েম করেছেন, যেখানে যোগ্য কারো স্থান নেই।

ফয়েজ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখেই আমাদের এ পথযাত্রা।  তবে এ মূহূর্তে কোনো জোটের সঙ্গে যাওয়ার ইচ্ছে নেই।  

৮ এপ্রিল বিকেল ৩টায় বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে সম্মেলন করে সাধারণের কাছে নতুন দলটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হবে বলে জানান তিনি।
৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে