মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১০:৪৯:৫৫

৫ কোটির পর এবার ৩ কোটি টাকার একটি বিএমডব্লিউ গাড়ি আটক

 ৫ কোটির পর এবার ৩ কোটি টাকার একটি বিএমডব্লিউ গাড়ি আটক

ঢাকা : শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ৩ কোটি টাকা দামের বিএমডব্লিউ এক্স—ফাইভ মডেলের একটি গাড়ি রাজধানীর গুলশান থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাড়ি আটকের কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান।  আজ সন্ধ্যায় গাড়িটি  গুলশান থেকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে মইনুল খান বলেন, সন্ধ্যায় গুলশান-২ নম্বর এলাকা থেকে ওই গাড়িটি জব্দ করা হয়।  অবৈধভাবে আনা এ গাড়ির দাম প্রায় ৩ কোটি টাকা।

তিনি বলেন, জাফর সিদ্দিকী চৌধুরী নামের এক ব্যবসায়ী ভুয়া কাগজপত্র দেখিয়ে গাড়িটি আমদানি করেছেন বলে তদন্তে জানা গেছে।  এরপর পিরোজপুর থেকে এর রেজিস্ট্রেশন করা হয়, যার রেজিস্ট্রেশন নাম্বার পিরোজপুর-ঘ-১১-০০২৫।  বিল অব এন্ট্রি নম্বর-৬০৮৪৮ তারিখ-১১-৩-২০১৪ এর মাধ্যমে গাড়িটি আমদানি করা হয়েছে।

এর আগে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিলাসবহুল একটি মার্সিডিজি বেঞ্জ গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।  ওই গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।  

এতে প্রায় ৩৫ লাখ টাকার শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। ধানমন্ডির একটি বাড়ি থেকে ঢাকা মেট্রো-গ-১৪-৯৭৩৮ রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটি আটক করা হয়। এ বিষয়ে ধানমন্ডি থানায় গত ৫ অক্টোবর একটি মামলা হয়েছে।

এ ব্যাপারে ড. মইনুল খান বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে র‌্যাবের সহযোগিতায় গত ৩ এপ্রিল ধানমন্ডির ২৩/এ, রোড নং-৫, বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।  গাড়িটির মালিক মো. বেলায়েত হোসেন।

 তিনি বলেন, বেলায়েত হোসেনও গাড়িটি অবৈধভাবে দেশে ঢুকিয়েছিলেন। গাড়ির রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজ ব্যবহার করা হয়েছে তার সবগুলো ভুয়া।  শুল্ক ও কর ফাঁকি দিয়ে গাড়িটি এনে রেজিস্ট্রেশন করেছেন একইভাবে। এতে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়।

তিনি বলেন, এ ধরনের তিন শতাধিক বিলাসবহুল গাড়ি বিগত ২০১০ থেকে ২০১৩ সালে ‘কার্নেট ডি প্যাসেঞ্জার’ সুবিধায় দেশে প্রবেশ করে।  এর মধ্যে দেড় শতাধিক গাড়ি জাল দলিল ও ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যবহার হচ্ছে। এসব গাড়ি ও মালিকদের খুঁজছে শুল্ক গোয়েন্দারা।
 ৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে