ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যারহস্য নিয়ে সারাদেশে চলছে আলোচনা সমালোচনা। চলছে বাদ-প্রতিবাদ, মানববন্ধন।
এরই মধ্যে মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, তনুর পাশবিক নির্যাতনের আলামত মেলেনি। পাওয়া যায়নি হত্যার কোনো ক্লু। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমগুলোতে।
তনুর বাবা বলছেন, আমার তনুর মরদেহ নিয়ে কত টানা-হেঁচড়া হলো, কবর থেকে মরদেহ তোলা হলো। এখন কেউ বলে পাশবিক নির্যাতন করেছে আবার কেউ বলে পাশবিক নির্যাতন করা হয়নি, এসব শুনতে আর ভালো লাগে না। মেয়ের বিচারটা কি দেখে যাইতে পারুম না। আমার তনুকে তো জিনে মারেনি।
এবার বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি।
মঙ্গলবার বিকেলে পোস্ট করা স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো-
''হে আমার হতভাগী বোন তনু!
প্লিজ! ফিরে আয় একটি মুহুর্তের জন্য!
বনি ইসরাইল জাতির যে লোকটির হত্যাকান্ড নিয়ে হযরত মুসা (আঃ) এর যমানায় যেমন ফেৎনা সৃষ্টি হয়েছিলো ঠিক তেমনটি শুরু হয়েছে তোর মৃত্যু নিয়ে।
সুতরাং হে আমার হতভাগী বোন- এই জাতিকে খোদায়ী গজব থেকে বাঁচানোর জন্য বনি ইসরাইলের সেই লোকটির মতো- একবার মর্ত্য লোকে ফিরে আয় এবং বলে যা- কে তোকে খুন করেছে- কেনো করেছে এবং কিভাবে করেছে ?''
গত ২০ মার্চ রোববার রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে হায়েনারূপী দুর্বৃত্তরা। ওইদিন রাতে সেনানিবাস এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়।
২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়। অধিকতর আলামত সংগ্রহের জন্য আবার তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম