নিউজ ডেস্ক : আরো ক্ষমতা বাড়ল পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। এতদিন সর্বোচ্চ ২৫ কোটি টাকার প্রকল্প নিজ ক্ষমতাবলে অনুমোদন দিতে পারতেন তিনি। এখন তিনি ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন।
অথচ এর আগে ২৫ কোটি টাকা ব্যয়ের অধিক কোনো প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হতো। এরপর সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনা চূড়ান্ত অনুমোদন দিতেন।
আগে ৭ কোটি টাকা ব্যয়ের কারিগরি কোনো প্রকল্পের অনুমোদন দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী। এখন তিনি ১০ কোটি টাকা ব্যয়ের কারিগরি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিতে পারবেন।
মঙ্গলবার শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা চূড়ান্তভাবে বাড়ানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্ষমতা বাড়ানো প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, 'বর্তমানে সরকার নানা বিষয়ে উন্নতি করছে। সেই ধারাবাহিকতায় প্রকল্পের সংখ্যাও বাড়ছে। বর্তমানে ১ হাজার ২১৫টি প্রকল্প চলমান আছে। সামনে আরো প্রকল্প বাড়বে। এতে সব প্রকল্প যদি একনেক সভায় উপস্থাপন করা হয় তবে তা বোঝা হয়ে দাঁড়াবে। তাই আগে ২৫ কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দিতে পারতাম এখন ৫০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিতে পারব।'
৬ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস