নিউজ ডেস্ক : ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলা নববর্ষ উপলক্ষে এ অফার দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আগামী ৭ এপ্রিল হতে ঢাকা-বরিশাল-ঢাকা অভ্যন্তরীণ রুটে হ্রাসকৃত ভাড়া কার্যকর হবে।
৩০ এপ্রিল পর্যন্ত এ অফার কার্যকর থাকবে। এ সময় ঢাকা থেকে বরিশালে দুই হাজার টাকায় (প্রদেয় সব করসহ) ভ্রমণ করা যাবে। আর এ পথে আসা-যাওয়ার জন্য, অর্থাৎ ঢাকা-বরিশাল-ঢাকার ক্ষেত্রে চার হাজার টাকা দিতে হবে।
ইতিমধ্যে ঢাকা-সৈয়দপুর রুটে হ্রাসকৃত মূল্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে তিন দিন রবি, বৃহস্পতি ও মঙ্গলবার বিমানের ফ্লাইট চলবে। তবে ৩০ এপ্রিল পর্যন্ত মঙ্গলবারের ফ্লাইটটি বিশেষ কারণে স্থগিত রাখা হয়েছে। বৈশাখী অফার সম্পর্কে বিমানের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
০৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস