বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৩:৩৪:০৫

ইসির শুনানি শেষে যা বললেন ইনু

ইসির শুনানি শেষে যা বললেন ইনু

নিউজ ডেস্ক : বিভক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের নিজের অংশকেই ‘মূল জাসদ’ বলে দাবি বরেছেন সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দলের নিবন্ধন ও প্রতীকের দাবি নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে নতুন কমিটির পক্ষে বক্তব্য তুলে ধরেছেন তিনি।

বুধবার সকাল থেকে দেড় ঘণ্টার এই শুনানি শেষে হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, আমাদের সব কাগজপত্র-দলিলাদি জমা দিয়েছি। এই কাগজপত্রের বিষয়ে ইসি কিছু প্রশ্ন করেছে; আমরা জবাব দিয়েছি। ইসির প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করি তারা সুবিবেচনা করবেন।

বেলা ১১টায় শেরেবাংলা নগররে ইসির সম্মেলন কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে হাসানুল হক ইনুর অংশের শুনানি হয়।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজূল ইসলাম, যুগ্ম সচিব (আইন শাখা) মো. শাজাহান এ শুনানিতে অংশ নেন।

ইনু নেতৃত্বাধীন জাসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিরীন আক্তার, দলের স্থায়ী কমিটির সদস্য নুরুল আক্তার, অধ্যাপক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান শওকত, সাবেক সংসদ সদস্য জিকরুল আহমেদ খোকন, ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর আক্তারও শুনানিতে উপস্থিত ছিলেন।

গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়।

দুই পক্ষই নিজেদের ‘মূল জাসদ’ দাবি করে দলীয় প্রতীক মশালের দাবি নিয়ে ইসির দ্বারস্থ হয়েছে। এই জটিলতা নিরসনে দুই পক্ষের দলিলপত্র পাওয়ার পর বুধবার আলাদাভাবে তাদের বক্তব্য শুনছে কমিশন। বিকাল ৩টায় বাদল-আম্বিয়া-প্রধান নেতৃত্বাধীন জাসদের অন্য অংশের বক্তব্য শুনবে ইসি।
০৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে