বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৫:২৬:৫৯

‘ন্যায় বিচার বানচাল করতেই তনু হত্যায় নাটক করা হচ্ছে : সুশাসনের জন্য নারী

‘ন্যায় বিচার বানচাল করতেই তনু হত্যায় নাটক করা হচ্ছে : সুশাসনের জন্য নারী

নিউজ ডেস্ক : ১৯৯৪ সালে ইয়াসমিনের পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড নিয়ে সেসময় রাস্তায় নেমেছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখন তিনি তনু হত্যার বিচার করছেন না কেন? এমন প্রশ্ন তুলেছেন নারী নেত্রীরা।

 জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সুশাসনের জন্য নারী’ সংগঠনের আয়োজনে মানববন্ধনে এ প্রশ্ন তুলেন ড. দিলারা চৌধুরী।

তনুর পোস্টমর্টেম নিয়ে ডাক্তারদের অপেশাদারিত্বের সমালোচনা করে তিনি বলেন, ‘একবার বলেন আঘাতের চিহ্ন নেই, ১০ দিন পর বলছেন পাশবিক নির্যাতনের আলামত নেই। কিভাবে তনুর মৃত্যু হল সেটা যদি আপনারা না-ই বলতে পারেন, তাহলে কিসের ডাক্তার আপনারা?

ড. দিলারা চৌধুরী আরও বলেন, কে আপনাদের সার্টিফিকেট দিয়েছে ডাক্তারি করার? মৃত্যুর কারণ যদি বের করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন।

মানববন্ধনে সভাপতিত্ব করে আমানুল্লাহ রুবি। তিনি তার বক্তব্যে বলেন, ‘একটার পর একটা ঘটনা সরকার ঘটিয়ে যাচ্ছে। একটা ঘটনার মধ্যে আরেকটা ঘটনা। কোনো ঘটনারই সঠিক বিচার হচ্ছে না। ন্যায় বিচার বানচাল করতেই এসব করা হচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণকে বাইরে রেখে সরকার পুশিল আর প্রশাসন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে চাইছে। প্রতিবাদ আন্দোলন করতে গেলে আমাদের টুঁটি চেপে ধরা হচ্ছে।’

আমানুল্লাহ রুবি অভিযোগ করে বলেন, ‘আমরা কেউ নিরাপদ না। যারা আওয়ামী লীগের ব্যানার নিয়ে দাঁড়াবে শুধু তারাই নিরাপদ। সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নেই। ইয়াসমিন, শাহানাদের মতো তনুরাও বিচার পাবে না। এদেশে বিচারহীনতার সংস্কৃতি বহাল রাখছে সরকার।’

নাজমুন নাহার নামে এক পেশাজীবী নারী বলেন, ‘কর্মক্ষেত্রে, গৃহে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বাইরে কোথাও আমরা নিরাপদ নই। আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি দুঃশ্চিন্তায় থাকি। অফিসে কাজে মনোযোগ দিতে পারি না। সারাক্ষণ ছটফট করতে থাকি।’
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে