বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৫:৪৩:২১

জ্বালানি তেলের দাম কমছে ১০ টাকা!

জ্বালানি তেলের দাম কমছে ১০ টাকা!

নিউজ ডেস্ক : আপাতত বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমলেও আগামী সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের প্রায় ১০ টাকা কমানো হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নসরুল হামিদ জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সাতদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। আশা করি, তেলের দাম কমলে যানবাহনের ভাড়া কমে আসবে। এতে জনগণও সুফল পাবে।

তিনি আরও বলেন, কেরোসিন, অকটেন, পেট্রোল, ডিজেলের দাম সমন্বয় করা হবে। তিন ধাপে মূল্য কমানো হবে। প্রথম ধাপ এক সপ্তাহের মধ্যে, দ্বিতীয় ধাপ ৫-৬ মাস পর, বাকিটা এর পরে করা হবে।

নসরুল হামিদ বলেন, প্রথম ধাপে প্রায় ১০ টাকা এবং এ থেকে কমও হতে পারে। এখানে কেরোসিন, ডিজেল, অকটেন ও পেট্রোল রয়েছে। তাই কমানোর বিষয়টি ওইভাবে সমন্বয় করা হবে। ১০ টাকা থেকে ৬ টাকার মধ্যেও হতে পারে।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছে। এতে সরকারের বেশ কিছু জায়গায় সাশ্রয় হচ্ছে। এ সাশ্রয় সরাসরি জনগণের পর্যায়েও পৌঁছছে।

নসরুল হামিদ বলেন, ট্রান্সপোর্টে ও ভ্যাসেলে জ্বালানি তেল ব্যবহার করার কারণে এসব খাতেও ভাড়া কমার সম্ভাবনা রয়েছে।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে