বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ১১:১৯:২০

বহুদিন পর বৌদির হাতের রান্না খেলেন মির্জা ফখরুল

বহুদিন পর বৌদির হাতের রান্না খেলেন মির্জা ফখরুল

ঢাকা : বিএনপির সবাইকে নিয়ে কাজ করতে চান দলটির সদ্য মহাসচিব হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

এরই অংশ হিসেবে বুধবার দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।

দুপুর দেড়টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পার্শ্ববর্তী গয়েশ্বর রায়ের রাজনৈতিক কার্যালয়ে যান তিনি।  এ সময় বিএনপির নতুন মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান গয়েশ্বর রায়।

এরপর গয়েশ্বর রায়ের বাসা থেকে আনা খাবার খান বিএনপির এই দুই শীর্ষ নেতা।  বহুদিন পর বৌদির হাতের রান্না খেলেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, যুবদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি কফিল উদ্দিন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে গয়েশ্বর চন্দ্র রায়ের কার্যালয় থেকে বেরিয়ে আসেন বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল।

গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।  এর ১০ দিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারমুক্ত করে মহাসচিব মনোনীত করা হয়।  মহাসচিব পদে গয়েশ্বর চন্দ্র রায় অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে