বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৩:২৪:৪৬

নিহত ব্লগার নাজিমুদ্দিন সামাদের সর্বশেষ স্ট্যাটাস

নিহত ব্লগার নাজিমুদ্দিন সামাদের সর্বশেষ স্ট্যাটাস

নিউজ ডেস্ক : পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে (২৬) কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, যিনি ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন।

নাজিমুদ্দিন সামাদ সর্বশেষ মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন: সরকার, এবার একটু নড়েচড়ে বসো বাবা। দেশের যা অবস্থা, আইন-শৃঙ্খলার যা অবনতি তাতে গদিতে বেশিদিন থাকা সম্ভব হবে না। জনরোষ বলে একটা কথা আছে। এটার চূড়ান্ত পরিণতি দেখতে না চাইলে এক্ষুণি কঠোর পদক্ষেপ নেয়া দরকার সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে। নতুবা দিন ফুরিয়ে আসবে দ্রুত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে নিজেই নিহত হলেন নাজিমুদ্দিন সামাদ।

উল্লেখ্য, নিহত নাজিমুদ্দিন সামাদ (২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে তাকে নিহত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও গণজাগরণ আন্দোলনের সিলেটের সংগঠক হিসেবেও তিনি কাজ করেছিলেন বলে বন্ধুরা জানিয়েছেন।

৭ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে