নিউজ ডেস্ক : একই পরিবারের ৪ জনকে এসিড মেরে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুরের রুপনগরে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে সুরুজ আলম খান (৩৫) ডান হাতে, তার স্ত্রী মাহফুজা আক্তার সূবর্ণার (২৮) মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে, তাদের সন্তান সানজিদা সুলতানা রিমা (৯) ডান হাতে এবং সূবর্ণার বোন নিলুফার আত্তার (৩২) ডান হাতে দগ্ধ হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সূর্বণা জানান, ভোরে ঘরের দরজা খোলা থাকা অবস্থায় মুখোশ পড়া দুই যুবক ঢুকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।
রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম জানান, খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস