নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ দেশবাসীর দোয়া চেয়েছেন। ভারতের হরিয়ানার দিল্লীর একটি হাসপাতালে তার ঘাড়ে অস্ত্রোপচার চলছে। বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচারের আগে স্কাইপে ভিডিও বার্তায় তিনি বলেন, আমার ঘাড়ে অস্ত্রোপচার হবে কিছুক্ষণ পর। দেশবাসীসহ সকলের কাছে আমি দোয়া চাই। দীর্ঘদিন আমি প্রচণ্ড ব্যাথায় ভুগছি।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, এই অস্ত্রোপচারের কিছুদিন পর কিডনিতে একটি অস্ত্রোপচার লাগবে। স্পাইনাল কর্ডে সমস্যা ছাড়াও কিডনি জটিলতা, চর্ম ও হৃদরোগে আক্রান্ত বিএনপির এই যুগ্ম মহাসচিব।
মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়া মেদান্তা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক কে কে হানডার তত্ত্বাবধায়নে সকাল ৯টায় তার ঘাড়ে অস্ত্রোপচার শুরু হয়েছে, চলবে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে।
ঘাড়ে ব্যথার চিকিৎসা নিতে শিলং ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিয়ে গত ১১ মার্চ সালাহ উদ্দিন আহমেদ দিল্লিতে যান।
ঢাকা থেকে উধাও হওয়ার দুই মাস পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে হদিস মেলে সালাহ উদ্দিনের।
তারপর আটক হয়ে কিছু দিন কারা হেফাজতে হাসপাতালে ছিলেন তিনি। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরে তাকে জামিন দেয় আদালত।
মেঘালয়ে সন্ধান মেলার পর তিনি দাবি করেন, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল। অবৈধ অনুপ্রবেশের জন্য ভারতের আদালতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছু দিন শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধি রিজিওনাল ইন্সটিস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (এনইআইজিআরআইএইচএমএস) চিকিৎসাধীন ছিলেন তিনি।
জামিন পাওয়ার পর থেকে শিলং শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন সাবেক এই প্রতিমন্ত্রী। -বিডিনিউজ
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস