নিউজ ডেস্ক : কুমিল্লার কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারসহ সারাদেশে নারী নির্যাতনের বিচারের দাবিতে দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দেয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশি বাধার পর এই ঘোষণা দেয়া হয়।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে জড়ো হন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে হাইকোর্ট পেরিয়ে শিক্ষাভবনের কাছাকাছি বাধা দেয় পুলিশ। এতে ধাক্কাধাক্কিতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এরপর সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছে শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সভাপতি নাইমা খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন মঞ্জুর, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস