নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে গণপরিবহণ ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফলে তেলের দাম কমার সাথে সাথে গণপরিবহণ ভাড়াও কমানোর ইঙ্গিত দিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তেলের দাম যদি এক টাকা কমে, তাহলে গণপরিবহনের ভাড়া কমবে ১ পয়সা। প্রতি লিটারে যদি তেলের দাম ১০ টাকা কমে, তাহলে প্রতি কিলোমিটারে ভাড়া কমবে ১০ পয়সা।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী তেলের দাম কমানোর আভাস দিয়েছেন। এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি হলে সে অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের নসরুল হামিদ বলেন, কেরোসিন, অকটেন, পেট্রলসহ জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
তিন ধাপে মূল্য কমানো হবে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে ১০ টাকা কমানো হবে। তেলের দাম কমলে যানবাহনে ভাড়া কমে আসবে। এর সুফল জনগণ পাবেন।
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস