বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৫:০১:৩৮

‘জিয়ার মাজার সরালে পরিণতি ভালো হবে না’

‘জিয়ার মাজার সরালে পরিণতি ভালো হবে না’

নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহীদ জিয়াউর রহমানের মাজার সরানো হলে এর পরিণতি ভালো হবে না।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানকে সহ্য করতে পারেন না।  জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা এনেছেন।  তিনি স্বাধীনতা না আনলে আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না।  আপনি জিয়ার মাজার সরিয়ে ফেলবেন, তখন কিন্তু বাংলার মানুষ বসে থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘শহীদ জিয়ার মাজার স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে’ নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অল কমিউনিটি ফোরাম এ সমাবেশের আয়োজন করে।

নেতাকর্মীদের উদ্দেশ করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে ৪০ বছরের স্মৃতিবিজড়িত বাসা থেকে বের করেছে সরকার।  এর বিরুদ্ধে আন্দোলন করতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।  এবার বসে থাকলে আর হবে না।

তিনি বলেন, আন্দোলন ছাড়া এদেশে কিছু হয়নি।  ভাষা আন্দোলনে অনেক রক্ত ঝরেছে।  রক্তের বিনিময়ে বাংলা ভাষা হয়েছে।  মুক্তিযুদ্ধেও অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে।  তাই আন্দোলনের কোনো বিকল্প নেই।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে