ঢাকা : পহেলা বৈশাখ উপলক্ষে জমানো শাড়ি উপহার দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় নেত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে বেশ খুশি নারী নেত্রীরাও।
প্রধানমন্ত্রীর কাছ থেকে বৈশাখীর উপহার পেয়ে তারা জানান, এটা তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। এর মধ্যে তারা নেত্রীর (শেখ হাসিনার) স্নেহ ও ভালোবাসা খুঁজে পান। কোনো কাজে যাওয়ার আগে এটা স্পর্শ করে যান তারা। এর মধ্যে কাজের অনুপ্রেরণা খুঁজে পান।
প্রধানমন্ত্রীর এ উপহার নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই।
শামীন আলম আরজু তার ফেসবুকে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপহার পেয়েছি। অপু আপার মাধ্যমে। আমার প্রিয় আপা। ১৬ কোটি মানুষের প্রাণ। জননেত্রী শেখ হাসিনা, শাড়ি উপহার দিয়েছেন। অপু আপা আমার হাতে শাড়িটি দিয়ে বলেন এ উপহার নেত্রী দিয়েছেন। এ কথা শুনে অনেক অনেক আনন্দ হয় আমার...।
কামরুন নাহার লিপি লিখেছেন, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ১৬ কোটি বাঙালির প্রাণের নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শাড়ি উপহার পেলাম আমার প্রাণের দিদি অপু দিদির মাধ্যমে। এ শাড়ির মধ্যে খুঁজে পাই প্রধানমন্ত্রীর আদর, স্নেহ, মায়া মমতা আর ভালোবাসা। আর সব সম্ভব হয়েছে আমার প্রাণের দিদি অপু দিদির জন্য।
নার্গিস মাহতাব লিখেছেন, পয়লা বৈশাখ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শাড়ি উপহার পেলাম... এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম