নিউজ ডেস্ক : শুক্রবার দাফন করা হবে নিহত ব্লগার নাজিমউদ্দিনকে। নিজের লেখা ডায়রির পাতায় রয়েছে চমকে দেয়ার মত কিছু মন্তব্য।
নাজিম নাস্তিক এটি জেনেও একটি মেয়ে প্রেমের ফাঁদে পড়ে তার। ১৭-০৫-২০১১ তারিখে এ বিষয়ে নিজের ডায়রিতে কিছু একটা লেখার জন্য কলম ধরেন নাজিম।
নাজিম তার ডায়রিতে লিখেছেন, সেদিনটি ছিল শ্রক্রবার। সকাল ১১টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই রুমির ফোন। সে আমার জন্য রান্না করে বসে আছে।
কখন গিয়ে নিয়ে আসবো। তার জন্য অপেক্ষা করছে। রুমি আমার ভার্সিটি ফ্রেন্ড। গত রোজার মাসটা আমার ভালোই কেটেছে। প্রতিদিন অন্তত একবেলা সে আমাকে পেটপুরে খাইয়েছে।
নাজিম লিখেছে অনেকে ঘৃণা করলেই এই একটি মেয়ে পেলাম যে আমার নাস্তিক্যবাদ জেনেও ঘৃণা করেনি। আমাকে ছেড়ে যায়নি। আমি এই বন্ধুটির কাছে খুবই কৃতজ্ঞ।
দিনে অন্তত ৬/৭ বার সে আমার খুঁজ নেয়। রুমি একটু আবেগী তবে বন্ধু হিসেবে সে খুব ভালো। কোনো বিষয় নিয়ে টানা-হেঁচড়া করে না।
ওর সাথে আমার পরিচয় শ্রীমঙ্গলে পিকনিকে। ফটো তুলতে গিয়ে। লাল পিপড়ার কামড়ে ওর নাচ মনে হলে এখনো হাসি পায়।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন নিগত ব্লগার নাজিম। সিলেটের বিয়ানীবাজারের কুকাবড়উড়ে তার গ্রামের বাড়ি।
আজই (শুক্রবার) দুপুরের দিকে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছেন। নাজিমের ধর্ম বিশ্বাস তার নিজের কাছে।
ইসলামী রীতিতে তার মরদেহকে কবরে শায়িত করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
৮ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর