নিউজ ডেস্ক : ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যায়েএকটি মামলা হয়েছে। তবে মামলাটি পরিবার নয়, পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ৫/৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে সূত্রাপুর থানায় এ মামলা করেন। মামলা নং ২।
ওসি (তদন্ত) সুমির চন্দ্র সূত্রধর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এর আগে নাজিমের চাচাতো ভাই থানায় মামলা করতে এসেও শেষ পর্যন্ত না করেই চলে যান। পরে পুলিশ পরিবারের সিদ্ধান্তের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় অবশেষে মামলা করে।
০৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস