শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ১২:৪৭:৪৮

এমপিকে শো’কজ, ওসি প্রত্যাহার

এমপিকে শো’কজ, ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক : রাজশাহীর-১ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন বিতরণের অভিযোগে গতকাল রাতে তাকে এ নোটিশ দেয়া হয়। ইসির উপ সচিব মো. সামসুল আলম জানান, রাজশাহীর তানোর উপজেলার সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিরতরণের অভিযোগ রয়েছে।

এছাড়া মনোনয়নপত্র জমা দেয়ার দিন তার এক পাশে ওসি ও আরেক পাশে ইউএনওকে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে তাকে আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এদিকে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনাটি মহাপুলিশ পরিদর্শক বরাবর পাঠানো হয়। নির্দেশনায় অভিযুক্ত ওই ওসিকে প্রত্যাহার করে সেখানে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলা হয়েছে।
০৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে