নিউজ ডেস্ক : ঢাকার রাস্তায় সেক্যুলার ব্লগার নাজিমুদ্দিন সামাদের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের যেসব ব্লগারের ওপর বিপদ আসন্ন তাদেরকে শরণার্থীর মর্যাদা দেয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে এপি। নাজিমুদ্দিন হত্যাকাণ্ডকে বর্বরোচিত বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র এর নিন্দা জানিয়েছে।
গত বছর বাংলাদেশে আরো পাঁচজন সেক্যুলার ব্লগান খুন হন। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের ব্লগারদের যুক্তরাষ্ট্রে ‘মানবিক আশ্রয়’ দেয়ার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার নাজিমুদ্দিনের বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণকে ‘অবিচল সমর্থন’ দিয়ে যাবে।
তিনি বলেন, যেসব ব্লগারের ওপর আসন্ন বিপদ রয়েছে তাদের কতিপয়কে মানবিক আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে তিনি বিষয়টি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ওপর ছেড়ে দেন।
যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা দেখভালকারী সংস্থা হচ্ছে নাগরিকত্ব এবং অভিবাসন বিভাগ।
কোনো বাংলাদেশি ব্লগার মানবিক আশ্রয় চেয়েছেন কিনা তা জানতে চাইলে এই বিভাগের প্রেস সেক্রেটারি শিন ইনোওই তা জানাতে অস্বীকার করেন। এজন্য ব্যক্তিগত গোপনীয়তার দোহাই দেন তিনি।
মানবিক আশ্রয়ের অধীনে জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্র কোনো কোনো ব্যক্তিকে সাময়িকভাবে থাকার জন্য নিয়ে যায়।
০৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস