নিউজ ডেস্ক : অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ নিহত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে সাংবাদিকদের দুই শীর্ষ আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সংগঠন দু'টির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি দিয়ে মৃত্যুর নিন্দা জানিয়েছে।
আরএসএফ বাংলাদেশ সরকারের প্রতি সেকুলার ব্লগারদের সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। সিপিজে বাংলাদেশ সরকারকে হত্যার কারণ বের করার আহ্বান জানিয়েছে। এছাড়া হামলাকারীদের বিচারের আওতায় আনতে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আরএসএফ’র এশিয়া-প্যাসিফিক ডেস্কের প্রধান বেঞ্জামিন ইসমাইল বলেন, ‘এ বর্বরতার পর আমরা কর্তৃপক্ষের প্রতি কেবল দায়ীদের গ্রেপ্তারেই নয়, ব্লগারদের বিরুদ্ধে হামলা বন্ধে একটি সমাধান বের করতে দ্র”ত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানাই।’
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০১৫ সালের প্রেস ফ্রিডম সূচকে ১৮০টি দেশের মধ্যে ১৪৬ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সিপিজে’র এশিয়া প্রোগ্রামের জ্যেষ্ট রিসার্চ অ্যাসোসিয়েট সুমিত গালহোত্রা বলেন, ‘নাজিমুদ্দিন সামাদের মতো ব্লগাররা দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য নিশ্চিতে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একের পর এক চরমপন্থীরা এ কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছে, সরকার কেবল চেয়ে আছে। এ ধরণের বিচারহীনতার পরিবেশ কেবল ব্লগারদের প্রতিই হুমকি তা নয়। এটি বাংলাদেশের গণতন্ত্রের বুননের প্রতিও হুমকি। সামাদের খুনীদের আটক ও হুমকির মুখে থাকা ব্লগারদের সুরক্ষায় সরকারের উচিৎ জরুরী পদক্ষেপ নেয়া।’
০৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস