শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৩:১২:৩৭

এবার তনুদের আত্মরক্ষা করবে শাহবাগের সেই লাকী আক্তারের প্রীতিলতা ব্রিগেড

এবার তনুদের আত্মরক্ষা করবে শাহবাগের সেই লাকী আক্তারের প্রীতিলতা ব্রিগেড

ঢাকা : এবার তনুদের আত্মরক্ষার কৌশল অবলম্বন করেছে শাহবাগের সেই স্লোগানকন্যা লাকী আক্তার নেতৃত্বাধীন প্রীতিলতা ব্রিগেড।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য চত্বরে ৮ এপ্রিল শুক্রবার থেকে শুরু হয়েছে ‘তনুদের আত্মরক্ষা প্রশিক্ষণ’।  

প্রশিক্ষণ নিয়ে নারী ছিঁড়ে দেবে পুরুষ-আরোপিত শৃঙ্খল, অশুভর নাগপাশ থেকে মুক্ত করবে নিজেকে।  নারীর ওপর যেকোনো বর্বর কর্মকাণ্ডও রুখে দেবে তারা।
 
বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে আয়োজিত এ আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়।  প্রথমদিনে প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক লাকী আক্তারের নেতৃত্বে ১৭ নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন তায়কোয়ান্দো ব্ল্যাকবেল্ট জেসমিন আক্তার রুমা।
 
আত্মরক্ষা প্রশিক্ষণের এ আয়োজনের বিষয়ে লাকী আক্তার বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় বসে থাকার সুযোগ নেই।  আমরা নিজেরাই আত্মরক্ষার উদ্যোগ গ্রহণ করেছি।
 
প্রশিক্ষক জেসমিন আক্তার রুমা বলেন, সবার মধ্যে এ প্রশিক্ষণ দ্রুত শেখার আগ্রহ আছে।  প্রথমদিনেই তারা অনেক ভালো পারফর্ম করেছে।'
 
প্রতি শুক্রবার নিয়মিত এ প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছেন প্রীতিলতা ব্রিগেডের সঙ্গে সংশ্লিষ্টরা।
 
উল্লেখ্য, আত্মরক্ষা প্রশিক্ষণে যেকোনো বয়সের নারী অংশগ্রহণ করতে পারবেন।  খুব শিগগিরই দেশের অন্যান্য জেলাতেও এ প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গেছে।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে