ঢাকা : ঢাকার মশাদের জন্য দারুণ সুখবর, দুই সিটি করপোরেশনের মশা মারার ওষুধের মজুত প্রায় শেষের দিকে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশা মারার ওষুধের মজুত প্রায় শেষ। ডিএনসিসির ভাণ্ডার (স্টোর) বিভাগ সূত্রে জানা গেছে, মশা মারার ওষুধের মজুত রয়েছে সামান্য।
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওষুধ রয়েছে ২০ হাজার লিটারেরও কম। এ ওষুধ দিয়ে ডিএসসিসির চলবে মাত্র কয়েকদিন। তাতে হাফ ছেড়ে বাঁচবে মশারা। বংশ বৃদ্ধি ও মানুষের রক্ত চুষে নিতে আর অসুবিধা হবে না।
ডিএসসিসির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিন একটি ফগার মেশিনে পাঁচ লিটার করে ওষুধ ছিটানো হয়। একটি ওয়ার্ডে প্রতিদিন পাঁচটি ফগার মেশিন ব্যবহৃত হয়।
দুই করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, শুধু খাল বা ঝিল নয়, নগরের বিভিন্ন এলাকায় নর্দমার ভেতরেও ডিম পাড়ে মশা। আগে খোলা নর্দমায় কীটনাশক ছিটালে মশার লার্ভা মরে যেত। এখন নর্দমাগুলো ঢাকনা দিয়ে আবদ্ধ থাকায় ভেতরের মশার ডিম ধ্বংস করা কঠিন।
সূত্র জানায়, এসব কারণে মশার উপদ্রব নিয়ন্ত্রণ কঠিন। মশা নিধনে প্রতিদিনই ওষুধ ছিটাতে হবে। গরমে প্রতিদিন ওষুধ ছিটানো না হলে মশার উপদ্রব বাড়বে।
ডিএনসিসির প্রধান ভান্ডার কর্মকর্তা আবদুস সামাদ গণমাধ্যমকে বলেন, ডিএনসিসির সর্বশেষ কেনা ওষুধের মজুত প্রায় শেষ। আবার কিনতে হবে। তবে কবে নাগাদ কেনা হবে বলা যাচ্ছে না।
এদিকে ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন সুযোগ পেলেই ওয়াসার বিরুদ্ধে অভিযোগ করে। অথচ এপ্রিল থেকে যথারীতি তদারকির তালিকায় থাকা খাল পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম