নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে আগামী ৫ মে সকাল ১০টায় শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে ‘পার্লামেন্ট মার্চ’ ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
‘জাস্টিস ফর তনু’ শিরোনামে এ কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, একের পর এক ঘটনার বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। পাশবিক নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে যখন আন্দোলন চলছে, সেই সময়ও বাসের ভেতরে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটছে।
ইমরান এইচ সরকার বলেন, গত বছরে পাঁচ ব্লগার-লেখক খুন থেকে শুরু করে রিজার্ভ লুট, পাশবিক নির্যাতনের পর হত্যার কোনো ঘটনারই বিচার হয়নি। কুমিল্লায় তনুর ভাইয়ের বন্ধু সোহাগকে অপহরণ করা হলো, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার নাজিমুদ্দিন সামাদকে খুন করা হলো। অপরাধীদের ধরা হচ্ছে না, যারা অপরাধের প্রতিবাদ করছে তাদেরই খুন করা হচ্ছে।
তিনি বলেন, অপরাধ ধামাচাপা দেয়ার এক নতুন মডেল তৈরি হয়েছে। প্রতিটি খুনের পর বলা হচ্ছে অপরাধীরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে পালিয়ে গেছে। একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর দিকে দেখিয়ে আসল ঘটনা আড়াল করা হচ্ছে। ধর্মীয় স্লোগানের কথা তুলে দুইটি পক্ষ তৈরি করা হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপে ব্যস্ত থাকছে।
ইমরান এইচ সরকার বলেন, দেশে যে শাসন চলছে তা কোনোভাবেই গণমানুষের আকাঙ্ক্ষার শাসন নয়। একটার পর একটা ঘটনা ঘটছে, আর আপনারা আনসারুল্লাহ, একদিন অমুক, একদিন তমুককে দায়ী করে ফাঁকা বুলি আওড়াচ্ছেন। আমাদের সন্দেহ জাগে, এ হত্যার পেছনে এমন কেউ আছে, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী কালো চশমা পড়ে আছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম