শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০১:৩৫:০২

বিএনপিতে কমিটি নিয়ে সুখবর নেই

বিএনপিতে কমিটি নিয়ে সুখবর নেই

মাহমুদ আজহার : কাউন্সিলের ২০ দিন পরও পূর্ণাঙ্গ কমিটির সুখবর দিতে পারেনি বিএনপি। কমিটি সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমিটিকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কাও বিরাজ করছে। তবে দিন যতই যাচ্ছে, নেতা-কর্মীদের মধ্যে হতাশাও বাড়ছে। অবশ্য এরই মধ্যে দলের মহাসচিবসহ ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি কত সদস্যবিশিষ্ট হবে তা এখনো স্পষ্ট নয়। তবে ঢাউস কমিটি হবে বলে আভাস পাওয়া গেছে। ধাপে ধাপে কমিটি দেওয়ার কথা ভাবা হচ্ছে। আবার দলের সিনিয়র নেতাদের কেউ কেউ বলছেন, পুরো কমিটিই একসঙ্গে ঘোষণা করা হবে। এ জন্য আরও এক দেড় মাস সময় লাগবে। কিন্তু দিনক্ষণ নিয়ে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। স্থায়ী কমিটি ও যুগ্ম মহাসচিব পদে নেতাদের নাম শিগগিরই ঘোষণা করা হতে পারে বলেও একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাউস কমিটি হবে, না যা আছে তাই থাকবে তা এখনই বলা যাবে না। যা হবে গঠনতান্ত্রিকভাবেই হবে। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চেয়ারপারসন কাজ করছেন। বিএনপির মতো এত বড় দলে কমিটি করতে একটু সময় লাগতেই পারে। প্রতিযোগিতা থাকাটাও স্বাভাবিক। পূর্ণাঙ্গ কমিটি একসঙ্গে ঘোষণা হতে পারে।

স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কমিটি নিয়ে কাজ করছেন। যখন যার সহযোগিতার প্রয়োজন হচ্ছে, তার সহযোগিতা নিচ্ছেন। সময়মতো তিনি নির্বাহী কমিটি ঘোষণা করবেন। কমিটিতে কাকে কোথায় রাখবেন, তা চেয়ারপারসনই নির্ধারণ করবেন। কাউন্সিলররা তাকে সে ক্ষমতা দিয়েছেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কমিটি নিয়ে কাজ করছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতা-কর্মীরা কমিটির দিকে তাকিয়ে আছে। ধাপে ধাপে কমিটি হয়ে যাবে। আশা করা হচ্ছে, এক দেড় মাসের মধ্যেই ধাপে ধাপে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে। দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, স্থায়ী কমিটি করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন বেগম জিয়া। চার পদের বিপরীতে অন্তত ১৬ জন নেতা এ পদে যেতে আগ্রহী।

কাকে বাদ দিয়ে কাকে রাখবেন— এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিএনপিপ্রধান। আপাতত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের চিন্তা বাদ দিয়ে যুগ্ম মহাসচিব নিয়ে কাজ করছেন তিনি। এক সপ্তাহের মধ্যেই যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা হতে পারে। এরপর ধাপে ধাপে সাংগঠনিক ও সহ-সাংগঠনিকসহ নিচের সারির নাম ঘোষণা করা হবে। ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টার নাম ঘোষণা করা হবে পর্যায়ক্রমে বলে জানা গেছে। এরই মধ্যে এক ফাঁকে স্থায়ী কমিটি ঘোষণা করবেন বেগম জিয়া। কমিটি নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর দলের পাশাপাশি দেশ-বিদেশের নানা চাপও রয়েছে বলে সূত্র জানায়।

জানা যায়, সর্বস্তরের কমিটিতে এবার অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব থাকবে। স্থায়ী কমিটিতেও এর প্রভাব থাকবে। ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ নির্বাহী কমিটিতে দলের দক্ষ, তরুণ ও ক্লিন ইমেজের নেতাদের আধিক্য থাকবে। ২৫টি মন্ত্রণালয়ভিত্তিক কমিটির প্রধান থেকে শুরু করে সদস্যও থাকবেন তরুণ নেতারা। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একটি সূত্র জানায়, কাউন্সিলের আগে থেকেই কমিটি নিয়ে কাজ শুরু করেন বেগম জিয়া। কথা বলছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও। এ ছাড়া তিনি দু-একজন নেতার সঙ্গেও এ নিয়ে সলাপরামর্শ করেছেন।

এখন যাদের নাম নিয়ে বিভ্রান্তি আছে তা নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরসহ ঘনিষ্ঠদের মতামত নিচ্ছেন। কমিটির রূপরেখা অনেকাংশে চূড়ান্ত বলে জানা যায়। তবে এ নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন জানান, দেশে সবচেয়ে বড় জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এ দলের কাউন্সিল হয়েছে। কমিটি নিয়েও কাজ হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর নেতা-কর্মীদের আস্থা রয়েছে। দলের ক্রান্তিকালে যারা হাল ধরেছেন তারা যোগ্য মর্যাদা পাবেন বলে আমার বিশ্বাস। নতুন কমিটির পর বিএনপি আরও গতিশীল হবে। গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির জয় হবেই ইনশাআল্লাহ।

স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, চেয়ারপারসন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। রাজপথের সাহসী ও ত্যাগী নেতারা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে চেয়ারপারসন আশ্বস্ত করেছেন। দেরি হলেও তার সুচিন্তিত মতামতের প্রতিফলন ঘটবে বলেই আমাদের বিশ্বাস। কাউন্সিলেই আমরা কমিটি গঠনের দায়িত্ব তার ওপর দিয়েছি। তিনি সময়মতো কমিটি দেবেন। -বিডি প্রতিদিন

৯ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে