নিউজ ডেস্ক : এসএম শেখ আলমগীর হোসেন আলম (৫০) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন গাইকুড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার বাসিন্দা মৃত শেখ আকবার হোসেনের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে আলমগীর হোসেন বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি বাড়ির সামনে আসলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার মাথার বামপাশে গুলি লাগে। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত আলমগীর হোসেন আলম নগরীর ৩নং ওয়ার্ড বিএনপি’র সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন