নিউজ ডেস্ক : কয়েকদিন আগে বিতর্কিত ব্লগার নাজিমউদ্দিনকে হত্যা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের শিক্ষার্থী নাজিমকে হত্যার দায় স্বীকার করেছে একটি সংগঠন।
শুক্রবার রাত থেকেই তাদের ওয়েবসাইটে দেখা যায় এই স্ট্যাটাসটি। এটি দিয়েছে আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা সংগঠন।
‘আনসার আল ইসলাম’ নামের এই সংগঠনটি বলছে তারা নাজিমউদ্দিনকে কেবল নাস্তিকতার জন্যই হত্যা করেছে।
নাজিমের মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার ওসি (তদন্ত) বলেন, আমরা হত্যার দায় স্বীকারের বিষয়টি এখনো জানতে পারিনি।
তবে এই ধরনের ঘটনার ধরন দেখে আমাদের ধারনা ওই ধরনের কোনো সংগঠন হয়ত জরিত আছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। (তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক)
৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর