শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৪:২৭:৪৯

‘পান্তা-ইলিশ রীতি ইসলাম বিরোধী, এটি গাঁজাখোরদের কাজ’

‘পান্তা-ইলিশ রীতি ইসলাম বিরোধী, এটি গাঁজাখোরদের কাজ’

নিউজ ডেস্ক : পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া রীতিটি ইসলাম বিরোধী, ইসলামে নতুন বছরে পান্তা-ইলিশের বিষয়ে কোনো নির্দেশনা নেই।

শুধু এটাই নয় মঙ্গল শোভাযাত্রা ইসলামে হারাম ও শিরকের কাজ আর পহেলা বৈশাখে আমোদ ফূর্তিকরা চারুকলার গাঁজাখোরদের কাজ।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্দনে এসব কথা বলেন ওলামা লাগের নেতারা।

মানববন্দনে পান্তা-ইলিশ চর্চাকে বাদ দিয়ে ইলিশ সংরক্ষণের আহবান জানান ওলামা লিগের নেতারা। মঙ্গল শোভাযাত্রায় কড়াকড়ি আরোপ করায় এ সময় সরকারকে ধন্যবাদ জানান তারা।

এ সময় বক্তারা বলেন, পান্তা-ইলিশ ও মঙ্গল শোভা যাত্রা চলতে থাকলে দেশ ইসলামহীন হওয়ার দিকে যাবে। আর এর সুবিধা নিতে চেষ্টা করবে বিএনপি-জামাত বলেও এ সময় সরকারকে সতর্ক করেন ওলামা লিগের নেতারা।
৯এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে