ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারে দারুণ সুখবর, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তার মেয়ের নাম রাখা হয়েছে আজেলিয়া জয় পার্সি।
ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক হ্যামস্টেড রয়েল ফ্রি হাসপাতালে শনিবার সন্তান প্রসব করেন। নবজাতক এবং মা দু’জনেই সুস্থ আছেন।
প্রথম সন্তানের মা হওয়ার আনন্দে প্রচণ্ড খুশি টিউলিপ। ব্রিটিশ পার্লামেন্টের নতুন এমপিদের মধ্যে স্মরণীয় বক্তব্যের জন্য টপ সেভেনে স্থান পাওয়া টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে সেন্ট জনস পার্সির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ওই সময় তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিয়ে পরবর্তী অনুষ্ঠানে তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে টিউলিপ সিদ্দিককে লেবার পার্টির একজন উদীয়মান তারকা রাজনীতিক হিসেবেই বিবেচনা করা হয়। টিউলিপ সিদ্দিক মন্ত্রিসভার পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারিও মনোনীত হয়েছেন।
৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম