বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৪:৩৫

বিটিআরসিতে ইকবাল আউট, শাহজাহান ইন

 বিটিআরসিতে ইকবাল আউট, শাহজাহান ইন

নিউজ ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদ থেকে আউট হলেন অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সিনিয়র সচিব ইকবাল মাহমুদ।  তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

তার জায়গায় ইন হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শাহজাহান মাহমুদ।  চুক্তিভিত্তিতে তাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে।

শাহজাহানকে ২০১৮ সালের ১১ মে পর্যন্ত এ নিয়োগ দেয়া হয়েছে।

ইকবাল মাহমুদ গত ২৫ আগস্ট চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ না হওয়ায় তিনি এখনো যোগ দেননি।

বিটিআরসির বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের মেয়াদ শেষ হচ্ছে ২২ অক্টোবর।  ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ সচিব বোসকে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল।

সূত্র জানিয়েছে, ইকবাল মাহমুদের আগ্রহ না থাকার কারণে নিয়োগ বাতিল করা হয়েছে।  কারণ বিটিআরসি চেয়ারম্যানের পদটি মূলত অতিরিক্ত সচিব পদমর্যাদার।  সিনিয়র সচিব হিসেবে অবসরে যাওয়া ইকবাল মাহমুদের এ পদে যেতে আপত্তি ছিল।

গত ২৫ আগস্ট ইকবাল মাহমুদের অবসরোত্তর ছুটি বাতিল করে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।  আদেশ অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগের মেয়াদ কার্যকর হওয়ার কথা ছিল।

ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।  গত বছরের ২৯ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান তিনি।  তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে