নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা স্থলবন্দরে নির্মাণাধীন উদ্ভিদ সংগনিরোধ (কৃষিপণ্যের মান পরীক্ষা) ভবন নির্মাণকাজে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। তিন সদস্যের প্রতিনিধিদল শনিবার সরেজমিনে তদন্ত করে। ছাদ, সীমানা প্রাচীর ও পিলারের বিভিন্ন স্থান ভেঙে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দর্শনায় দুই কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। ঢালাইকাজে লোহার রডের পরিবর্তে দেওয়া হয় বাঁশ। একটি ঢালাইয়ের মধ্যে একটি রড ও বাকি দু-তিনটি বাঁশের অংশ দেখা গেছে। নির্মাণাধীন ভবনের দু-তিনটি স্থানে রড ও বাঁশ দেখা যায়। এলাকার লোকজন পিলার ভেঙে পাশাপাশি থাকা রড ও বাঁশের ছবি তুলে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর শুরু হয় নির্মাণাধীন এই ভবন নিয়ে জোর আলোচনা। এলাকার অনেকে এসে ভবনের ভাঙা অংশ দেখে যায়। এ নিয়ে গত শুক্র ও শনিবার প্রিয় দেশ পাতায় খবর প্রকাশিত হয়।
এদিকে খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দেয় নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। জনপ্রতিনিধি এবং কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে নির্মাণাধীন ভবন দেখেন। কর্মকর্তারা কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মোহাম্মদ রফিকুজ্জামান জানান, উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের জন্য দর্শনা পৌরসভার পাশে তিন হাজার ৭৫০ বর্গফুট আয়তনের একটি আধুনিক মানের ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণকাজ শুরু হয় গত বছরের ১ ডিসেম্বর। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান নির্মাণকাজ উদ্বোধন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফাইটোস্যানিটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এ ভবন। ভবনটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল। সরকারিভাবে ঢাকার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডকে (ইসিএল) নির্মাণকাজ তদারকি করতে বলা হয়েছে। ইতিমধ্যে ভবনটির প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, গত বুধবার বিকেলে এলাকাবাসী দেখতে পায় ভবনের গুরুত্বপূর্ণ ঢালাইকাজে রডের পরিবর্তে বাঁশের চটা দেওয়া হয়েছে। আর খোয়ার বদলে সুরকি দিয়ে কাজ করা হচ্ছে। এ সময় তারা প্রতিবাদ করলে কাজ ফেলে গা ঢাকা দেয় উপস্থিত প্রকৌশলীসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও শ্রমিকরা।
নির্মাণকাজ তদন্ত করার জন্য গঠিত তিন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে খামারবাড়ী ঢাকার উদ্ভিদ সংগনিরোধ শাখার পরিচালক সৌমেন সাহাকে। সদস্যদ্বয় হলেন উদ্ভিদ ধারণক্ষমতা (ফাইটোস্যানিটারি ক্যাপাসিটি) শক্তিশালীকরণ প্রকল্পের বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে।
কমিটির সদস্য মো. আইয়ুব হোসেন বলেন, ‘ভবন নির্মাণে দুর্নীতির বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।’ কমিটির আরেক সদস্য নির্মল কুমার দে বলেন, ‘তদন্ত চলছে। শেষ হলে বিস্তারিত জানা যাবে।’
কর্তব্যে অবহেলার কারণে ইতিমধ্যে নির্মাণকাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত ঢাকার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের (ইসিএল) উপসহকারী প্রকৌশলী সুব্রত বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে। সুব্রত বিশ্বাস বলেন, ‘মৌখিকভাবে আমাকে বরখাস্ত করার বিষয়টি জানানো হলেও কোনো চিঠি পাইনি।’
গতকাল সরেজমিনে ওই ভবনে গিয়ে দেখা যায়, আব্দুল খালেক নামে এক রাজমিস্ত্রি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে ছোটখাটো কাজ করছেন। রাজমিস্ত্রি আব্দুল খালেক বলেন, ‘আগে এই ভবনে যারা কাজ করেছে তারা আজ কেউ নেই। দুই দিন আগে থেকে আমাকে এখানে এনে কাজ করানো হচ্ছে।’
গাইবান্ধার শৌচাগারটি ভাঙা হচ্ছে:
এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা সদর উপজেলার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের পুনর্নির্মাণকাজ শুরু হয়েছে। রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই করার ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর বিক্ষোভের মুখে গত শুক্রবার ওই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শনিবার সংবাদ প্রকাশের পর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে আহ্বায়ক ও জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহকে সদস্যসচিব করে আট সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এরপর কর্তৃপক্ষ শৌচাগারটির একটি অংশ ভেঙে পুনর্নির্মাণের নির্দেশ দিলে গতকাল দুপুরের পর থেকে কাজ শুরু হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় সাত লাখ টাকা ব্যয়ে ওই বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদার আব্দুল খালেক সরকার।’ -কালের কন্ঠ
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস