রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ১২:১০:১৯

তারানা হালিম বললেন, ‘দয়া করে এটা আর করবেন না’

তারানা হালিম বললেন, ‘দয়া করে এটা আর করবেন না’

নিউজ ডেস্ক : পোষ্টার অথবা ব্যনারে নিজের ছবি ব্যবহার না করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এই অনুরোধ তিনি জানিয়েছেন আজ রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজেক একটি স্ট্যাটাসের মাধ্যেমে। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা বিভিন্ন সময় দলের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই। যেখানে স্থানীয় নেতা-কর্মীরা ব্যানার-পোস্টারে আমার আর নিজেদের বিশাল বিশাল ছবি দেন। দয়া করে এটা আর করবেন না’।

তবে ওই সব ব্যানার-পোস্টারে কাদের ছবি থাকবে? সে সম্পর্কেও একটি দিক-নির্দেশনা দিয়ে তিনি লিখেন, ব্যানারে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আর থাকবে বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি। সেখানে আমার ছবিও থাকবে না এবং আপনাদের কারও ছবিও না।

একই স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমাকে দেওয়া অনেক সংবর্ধনা সভায় আমি আমার ছবিযুক্ত এরকম অনেক ব্যানার নামিয়ে তারপরে সভায় উপস্থিত হয়েছি। তারপরেও এই ধরনের ছবিযুক্ত আত্মপ্রচারণামূলক ব্যানার-পোস্টারের রীতি থামছেই না। আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজে থেকে এই ধরনের ব্যানার-পোস্টার করবেন না। ছবিযুক্ত ব্যানার-পোস্টার করে বিব্রত না করারও অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে