ঝিনাইদহ: থানায় কর্মরত অবস্থায় নিজ রাইফেলের গুলি বুকে বিদ্ধ হয়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃতের নাম সোলায়মান হোসেন (৩০)। তার কনস্টেবল নম্বর ৪৪৯।
সোমবার দুপুর ২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর এ দুর্ঘটনা ঘটে। সোলায়মান যশোরের দাইতলা গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ডিউটিরত অবস্থায় নিজ রাইফেলের গুলি হঠাৎ সোলায়মানের বুকে বিদ্ধ হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস