মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০১:১৪:২৭

'মঙ্গল শোভাযাত্রার নামে বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান'

'মঙ্গল শোভাযাত্রার নামে বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান'

বর্ষ বরণের নামে অনৈসলামিক ও বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকার জন্য মুসলিম জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

১১এপ্রিল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বর্ষবরণের নামে মূলত মুসলমানদের ইমান-আকিদাবিরোধী ভিনদেশি হিন্দুত্ববাদী সংস্কৃতির প্রসার ঘটানোর চেষ্টা চলছে।

নতুন বছরের প্রথম দিন বাঘ-ভাল্লুক, সাপ, বিচ্ছু, কুমির ও বিভিন্ন দেব-দেবীর বড় বড় মূর্তি, ছবি ও মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রার নামে যে র‌্যালী বের করা হয় তা সবই হিন্দু ধর্মীয় রীতি। হিন্দু সম্প্রদায়ের মানুষ এসব পালন করতে পারে। ইসলামে মুসলমানদের জন্য এসব পালনের কোনো সুযোগ নেই।

ইসলামের বিশ্বাস মতে, কোনো জীবজন্তু, বন্যপ্রাণী ও দেব-দেবীর মূর্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করলে ঈমান থাকবে না। ভালো-মন্দ, মঙ্গল-অমঙ্গল সবকিছুই একমাত্র আল্লাহর কাছেই। সুতরাং মুসলমানদের জন্য মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি চর্চা অবশ্যই পরিত্যাজ্য।

বিবৃতিতে বলা হয়- পান্তা-ইলিশের নামে যে সংস্কৃতির চর্চা করা হচ্ছে, তাও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের কোনো অংশ নয়। বরং এটা গ্রাম-বাংলার খেটে খাওয়া লাখো-কোটি মানুষের দারিদ্রতার সঙ্গে উপহাস ছাড়া আর কিছু নয়। জাতীয় সংস্কৃতি ও আনন্দ হবে এমন যেখানে সংখ্যাগরিষ্ঠ সামাজিক রীতি-নীতি ও আদর্শ ফুটে উঠবে এবং যে আনন্দে প্রায় সকলেই শরিক হতে পারবে।

১২এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/অন্তু/এএম

 

 

 

 

<div absolute;="" top:="" -1999px;="" left:="" -1988px;"="">

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে