নিউজ ডেস্ক : কথা আছে, ‘প্রতিভা থাকলে সে কোন না কোন ভাবে বিকশিত হবেই’ এ কথাটি যে অসম্ভব রকম সত্য তা প্রমাণ করেছে মফস্বলে থাকা রোকাইয়া আক্তার রাখি নামের এক শিক্ষার্থী।
মানুষের ইচ্ছে শক্তি যে কতটা দূর নিয়ে যেতে পারে তার বড় এক উদহারণ হতে পারে রাখি। এই ঝিনাইদহের মহেষপুর উপজেলার এই মেয়েটির নিজস্ব কোন কম্পিউটার নেই। কিন্তু তার ছিল অদম্য ইচ্ছে। আর সেই ইচ্ছে শক্তির কারণেই এই শিক্ষার্থী কম্পিউটার ছাড়াই কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখে তাক লাগিয়ে দিয়েছে পুরো বাংলাদেশে।
এর ফলে গত ৭ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে নিয়েছে রোকাইয়া আক্তার রাখি।
জানা গেছে, মহেষপুর পৌর ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাখি। সে তার গৃহিণী মায়ের স্মার্টফোনে প্রোগ্রামিংয়ের চর্চা চালিয়েছে।
সে জানিয়েছে, কম্পিউটার নিয়ে আগ্রহ থাকলেও নিজের কম্পিউটার না থাকায় কখনো প্রোগ্রামিং করার কথা ভাবিনি। কিন্তু সম্প্রতি এলাকার বড় ভাই গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিজানুর রহমানের আগ্রহে তাদের স্কুলের কয়েকজনের সঙ্গে সে–ও কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখতে শুরু করে। মায়ের স্মার্টফোনে ‘সি ফর অ্যান্ড্রয়েড’ কম্পাইলার ব্যবহার করে নিজের চর্চা চালিয়ে গেছে সে। এ ছাড়া মাঝেমধ্যে অনলাইনে প্রোগ্রামিং জাজিং প্ল্যাটফর্ম কোডমার্শালে প্রোগ্রাম জমা দিয়েছে সে। এরই মধ্যে সি প্রোগ্রামিংয়ের প্রাথমিক বিষয়গুলো সে শিখে ফেলেছে।
মিজানুর রহমানের প্রচেষ্টায় মহেষপুরে গড়ে উঠেছে প্রোগ্রামিং শেখার সংগঠন মহেষপুর জুনিয়র কোডার। এই প্রতিষ্ঠানেরই ১২ জন শিক্ষার্থী যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার প্রতিযোগীদের হারিয়ে আঞ্চলিক পর্বে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন