বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ১২:১০:৩৬

টুকুর আবেদনে সাড়া দেননি আপিল বিভাগ

টুকুর আবেদনে সাড়া দেননি আপিল বিভাগ

নিউজ ডেস্ক : দুর্নীতির মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। হাই কোর্টের খালাসের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন তিনি। এর ফলে আগের নির্দেশনা অনুসারে খালাসের রায় বাতিল এবং হাই কোর্টে পুনঃশুনানির আদেশই বহাল থাকল।

প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বুধবার কিছু পর্যবেক্ষণসহ টুকুর রিভিউ আবেদনের নিষ্পত্তি করে দিয়েছে।

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর পক্ষে রিভিউ আবেদনের শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে ২০০৭ সালের মার্চে টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী।

কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

জরুরি অবস্থার মধ্যেই ২০০৭ সালের ১৫ নভেম্বর বিশেষ জজ আদালত এ মামলার রায়ে টুকুকে নয় বছরের কারাদণ্ড দেয়। তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাই কোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে বেকসুর খালাস দেয়। ২০১৩ সালের ডিসেম্বরে হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক।

ওই আবেদনের নিষ্পত্তি করে আপিল বিভাগ পরের বছর ২৭ জানুয়ারি হাই কোর্টের খালাসের রায় বাতিল করে। সেই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে টুকুর করা আপিল আবেদন হাই কোর্টকে আবারও শুনানির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। টুকু ওই রায় পুনর্বিবেচনার আবেদন করলেও বুধবার আগের সিদ্ধান্তই বহাল রেখেছে আপিল বিভাগ।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে