নিউজ ডেস্ক : এবারের আন্দোলনে নতুন কৌশলে রাজপথে নামবে বিএনপি। বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভবন নির্মাণে রডের বদলে আওয়ামী লীগ যে বাঁশ ব্যবহার করছে, সেই বাঁশ-কুঞ্চি নিয়েই এবার রাজপথে নামবে বিএনপি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অর্থ ঋণ ও বাংলাদেশের আর্থিক খাতে কেলেঙ্কারির’ প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের ওয়েবসাইটের সমালোচনা করে আলাল বলেন, আওয়ামী লীগের ওয়েবসাইটে ভালো কিছু কখনো পাওয়া যায় না। আকাম বেশি সুকাম কম আওয়ামী লীগ ডটকম।
তিনি বলেন, অবৈধ সরকারের আইনের শাসন মাকড়সার জালের মতো। তারা যেকোনো সেক্টরে চুরি হলে দোষীদের শাস্তি না দিয়ে লোক বদল করে এর দায় এড়াতে চায়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না প্রমুখ।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম