বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ১১:২৫:০৮

মৃত্যুর পরোয়া করি না : মীর কাসেম আলী

মৃত্যুর পরোয়া করি না : মীর কাসেম আলী

ঢাকা : রিভিউ শুনানিতে আদালত ন্যায়বিচার নিশ্চিত করলে খালাস পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী।

বুধবার কাশিমপুর কারাগারে আইনজীবীরা তার সাথে সাক্ষাৎ করতে গেলে মীর কাসেম আলী এ আশাবাদ ব্যক্ত করেন বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মীর কাসেম আলী আইনজীবীদের বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত পর্যালোচনা করে রায়ের ত্রুটিসমূহ উল্লেখ করে রিভিউ পিটিশন দায়ের করতে হবে।

এতে বলা হয়, যে অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ও অন্যান্য অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে সেসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পক্ষ আমার বিরুদ্ধে যেসব ডকুমেন্ট আদালতে উপস্থাপন করেছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে, ঘটনার সময় আমি চট্টগ্রামেই ছিলাম না।  আমি ছিলাম ঢাকায়।  অথচ চট্টগ্রামের ঘটনায় জড়িয়ে আমাকে সাজা প্রদান করা হয়েছে।  এতে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।

মীর কাসেম বলেছেন, মৃত্যু নিয়ে আমি পরোয়া করি না।  প্রত্যেককেই মরতে হবে। কেউ অমর নয়।  আমাদের বিষয়ে ফায়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামীন।  তিনি সবকিছু জানেন, শুনেন ও দেখেন।  

আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন অবশ্যই বিজয় লাভ করবে এবং জালেম সরকারের পতন ঘটবে, ইনশাআল্লাহ।

সাক্ষাৎকালে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, এহসান এ. সিদ্দিকী ও মীর আহমেদ বিন কাসেম উপস্থিত ছিলেন।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে