মোস্তফা কাজল : বাংলা নতুন বছরে শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। বিএনপি হবে আরও সুসংগঠিত। সরকারবিরোধী আন্দোলন ততটা সফল হবে না। অনেক নেতা-কর্মীর দল ছেড়ে ভিন্ন দলে যোগদানের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক কারণে সংকটে পড়বে জাতীয় পার্টি।
জ্যোতিষীদের মতে, ১৪২৩ সালে বাংলাদেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার রোল মডেল। বাংলা নতুন বছরের শুরুতে দেশের রাজনীতির দুর্যোগের মেঘ কিছুটা কেটে যাবে। কয়েক বছরের তুলনায় অনেক উন্নতি হবে। নতুন নতুন খনিজ সম্পদের সন্ধান ও উত্তোলন হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মে থেকে ডিসেম্বরের মধ্যে আরও দু-এক জনের ফাঁসি কার্যকর হতে পারে।
এ ছাড়া চলতি মাসের মাঝামাঝি থেকে দেশে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প ও অতিবৃষ্টি বেড়ে যাবে। ফলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। আগাম বন্যায় দেশের কয়েক জেলায় ব্যাপক ক্ষতি হতে পারে। সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বেড়ে যাবে। দেশের আমদানি বাণিজ্য বৃদ্ধি পাবে। কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে নাশকতার ঘটনা ঘটতে পারে। তুচ্ছ কারণ ও নির্বাচনসহ কয়েকটি রাজনৈতিক হাঙ্গামা ঘটতে পারে। এ বছর নাশকতার ঘটনা তেমন একটা ঘটবে না।
জ্যোতিষীরা বলছেন, মে থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে রাজনৈতিক অস্থিরতা। দু-একটি জায়গায় রাজনৈতিক অসতর্কতায় অঘটন ঘটে যেতে পারে। তবে বড় ধরনের ক্ষতি হবে না। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলা নতুন বছরের শুরুতে আন্দোলনের ডাক দিলেও সফল হবেন না। দল গোছানোর কারণে দলে তার জনপ্রিয়তা কিছুটা বাড়তে পারে। আবার রাজনৈতিক মাঠে জোট গঠনের ক্ষেত্রেও দেখা দিতে পারে নতুন মেরুকরণ। সব মিলিয়ে বেগম খালেদা জিয়া গত বছরের তুলনায় এক বছর ভালোভাবে দল পরিচালনা করার সুযোগ পাবেন। এ ছাড়া ভুল সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে কিছুটা সংকটে পড়তে হতে পারে। দলে তার জনপ্রিয়তা কমবে।
গতকাল জ্যোতিষ ড. কে সি পাল, রাজ লিটন দেওয়ান ও ড. রামপ্রসাদ ভট্টাচার্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জ্যোতিষ কে সি পাল বলেন, মে মাসের শুরুতে বিএনপি আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করবে। বড় ধরনের আন্দোলনের সুযোগ থাকবে না। বেগম জিয়া এক পর্যায়ে দল গোছানোর দিকে মন দেবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি মে মাসের পর আবার কিছুটা উত্তপ্ত হতে পারে। দেশের সার্বিক উন্নতি গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে। ফলে বিদেশে দেশের সুনাম ও গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। বিদেশি দাতা ও সাহায্য সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে।
ড. রামপ্রসাদ ভট্টাচার্যের মতে, প্রধান দুই নেত্রীর জন্য বাংলা ১৪২৩ সাল হবে রাজনৈতিক কর্মসূচি পালনের বছর। শেখ হাসিনার জন্য ধর্মীয় স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বেশ সতর্ক থাকতে হবে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেন, অতীতের মতো নতুন বছরেও সুবিধাবাদী শ্রেণির কিছু লোক তার পাশে তত্পর থাকবেন। তার ওপর রাজনৈতিক চাপ আবারও বেড়ে যাবে। দেশের রাজনৈতিক সংকট সমাধানে সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব ক্রমে বাড়বে। - বিডি প্রতিদিন
১৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস